মঙ্গলবারের (২রা সেপ্টেম্বর, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ১২ টার পর থেকে বুধবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।
আজ মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে মধ্যে খুলনা বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, যশোর, মাগুরা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতে আবারও খুলনা বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: দুপুর ১২ টার পর থেকে রাত ১২ টার মধ্যে মধ্যে বরিশাল বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা ব্রাক্ষণবাড়িয়া জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: বিকেল ৫ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে অপেক্ষাকৃত বেশি সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলোর উপরে। বিশেষ করে গোপলাগন্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি সুনামগঞ্জ ও সিলেট জেলার উপরে।
ময়মনিসংহ বিভাগ: সন্ধ্যার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। রাত ১০ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৬ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগ: দুপুর ৩ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বিকেল ৫ টার পর থেকে বুধবার সকাল ৮ টার মধ্যে রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
=======================
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: আজ দিনের বিভিন্ন সময়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি প্রবল আশংকা করা যাচ্ছে। তবে সম্ভাবনা বেশি আজ রাতে আবারও মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির।

