শনিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ৩ টার পর থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
সিলেট বিভাগ: মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে  বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।  সিলেট, সুনামগঞ্জ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ:  ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। 
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, চট্রগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা উত্তর, ব্রাক্ষমবাড়িয়া জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। 
রংপুর বিভাগ: লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে] 
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, নাটোর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে] 
বরিশাল বিভাগ: ভোলা ও পটুয়াখালী জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে] 
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ, গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে]।  
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার কোন-কোন উপজেলার উপরে খুব হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে] ।   

