শুক্রবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে অপেক্ষাকৃত বেশি পরিমানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট, সুনামগন্জ জেলার উপরে। [সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে]
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা, শেরপুর, ময়মনিসংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে]
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, বান্দরবাণ, চট্রগ্রাম, রাঙ্গামাটি, নোয়াখালী, ফেনী জেলা। [সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে]
রংপুর বিভাগ: গাইবান্ধা, লালমনিরহাট, কুড়িগ্রা, দিনাজপুর। [সম্ভব্য সময় রাত ১২ পর থেকে শনিবার সকাল ৮]
রাজশাহী বিভাগ: রাজশাহী, চাপাইনবাবগন্জ, বগুড়া, জয়পুরহাট। [সম্ভব্য সময় রাত ১২ পর থেকে শনিবার সকাল ৮]
বরিশাল বিভাগ: ভোলা ও পটুয়াখালী জেলার উপকূলীয় উপজেলাগুলোর উপরে হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় ভোর ৪ টার পর থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে]
ঢাকা বিভাগ: কিশোরগন্জ, গাজিপুর জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে]
খুলনা বিভাগ: কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে] ।