সোমবারের (২৫ ই আগস্ট, ২০২৫) বৃষ্টিপাত পূর্বাভাস: দুপুর ১ টার পর থেকে রাত ১২ টা পর্যন্ত প্রযোজ্য।
আজ দুপুর ১ টা বেজে ১৫ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা জেলা।
বরিশাল বিভাগ: বরিশাল, বরগুনা, পটুয়াখালী
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা জেলা।
সিলেট বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ১২ টা]
চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, কক্সবাজার, বান্দরবন। [সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট। [সম্ভব্য সময় দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টা]
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, মানিকগঞ্জ জেলা।
রাজশাহী বিভাগ: পাবনা, সিরাজগঞ্জ।
বিশেষ দ্রষ্টব্য: আজ সন্ধ্যার পূর্বে দেশের বেশিভাগ জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

