রবিবার দিবাগতরাতের বৃষ্টিপাত পূর্বাভাস: রাত ৩ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য
ময়মনিসংহ বিভাগ: ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জেলা।
সিলেট বিভাগ: সিলেট ও সুনামগঞ্জ জেলা
চট্টগ্রাম বিভাগ: খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কুমিল্লা, ব্রক্ষণবাড়িয়া
রংপুর বিভাগ: পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম [সম্ভব্য সময় ভোর ৪ টার পর সকাল ৮ টার মধ্যে]
ঢাকা বিভাগ: ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জ, গাজীপুর জেলা। [সম্ভব্য সময় ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা]