দেশের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
দুপুর ৩ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে রাত ২ টার মধ্যে দেশের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা]
রংপুর বিভাগ: মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা রয়েছে গাইবান্ধা, কুড়িগ্রাম, ললামনিরহাট, রংপুর, দিনাজপুর জেলার উপরে [সম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা]
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]
সিলেট বিভাগ: হবিগন্জ, সুনামগন্জ জেলা [সম্ভব্য সময় বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]
রাজশাহী বিভাগ: সিরাজগঞ্জ, বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে [সম্ভব্য সময় সন্ধ্যা ৭ টার পর থেকে ভোর ৪ টা]
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে (শরিয়তপুর, মাদারীপুর, গোপলাগন্জ, মুন্সিগন্জ) হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রাত ৮ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
খুলনা বিভাগ: উত্তর দিকের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে ৪ টার পর থেকে রাত ৯ টার মধ্যে। দক্ষিণ দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা সন্ধ্যা ৭ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগ: কোন-কোন জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা রয়েছে [সম্ভব্য সময় বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টা]

