একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের (১৮ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 200k 12k

সোমবারের (১৮ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

আজ সোমবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে খুব হালকা পরিমাণে মেঘের উপস্থিত রয়েছে। আজ দিনের বেলা বেশিভাগ জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম। বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি চট্রগ্রাম, সিলেট ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে।

আজ সোমবার সকাল ১১ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় (সকাল ১১ টার সময়) খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট জেলার উপকূলীয় কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছে যা দুপুর ১২ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের একাধিক জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি যশোর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল, খুলনা জেলার উপরে।

চট্রগ্রাম বিভাগ: বিকেল ৫ টার পূর্বে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ১২ টার মধ্যে চ্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: পঞ্চগড়, ঠাকুরগাও, নীলফামারী, লালমনিরহাট জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে আজ সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

বরিশাল বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

ময়মনিসংহ বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ময়মনিসংহ বিভাগের সকল জেলার উপরে।

সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের সকল জেলার উপরে।

রাজশাহী বিভাগ: বিকেল ৫ টার পূর্বে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার উপরে।

ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। আজ রাতে আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল জেলার উপরে।

=======================
বন্যা পূর্বাভাস ও আপডেট
=======================

গতকাল রবিবার দিবাগত রাতে ভারতের আসাম ও মেঘালয় রাজ্য এবং পশ্চিমবঙ্গ কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি হয়েছে। ফলে আশংকা করা যাচ্ছে আজ সোমবার থেকে আবারও রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা নদীর পানি সমতলের উচ্চতা বৃদ্ধি পাওয়ার। ফলে এই সকল নদীর পানি আবারও বন্যা বিপদ সীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া ১৭ ই আগস্টের বন্যা মানচিত্রে দেখা গেছে পদ্মা ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নদ-নদীর পানি কমা শরু করেছে ও অনেক স্থানে বন্যা বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে যা পূর্বে বন্যা বিপদ সীমার কাছা-কাছি ও উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী ৩ দিন দেশের মধ্যাঞ্চলের জেলাগুলোতে নদ-নদীর পানি আরও কমার আশা করা যাচ্ছে।

Related Post