একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের (১৬ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 308k 12k
শনিবারের (১৬ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস
আজ শনিবারের (১৬ ই আগস্ট, ২০২৫) দুপুর ১২ টার মধ্যে দেশের অল্প কয়েকটি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, গাজীপুর, ব্রাক্ষণবাড়িয়া, খুলনা, বাগেরহাট, বরগুনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে।
সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কক্সবাজার, পঞ্চগড়, ঠাকুরগাও, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে।



বন্যা পূর্বাভাস আপডেট ও সতর্কীকরণ:

বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া বন্যা মানচিত্রে (সংযুক্ত মানচিত্রে) দেখা যাচ্ছে গতকল শুক্রবার (১৫ ই আগষ্ট, ২০২৫) ঘন্টায় রাজশাহী, ঢাকা, চট্রগ্রাম, ও বরিশাল, রংপুর বিভাগের ১৮ টি জেলার নদীর পানি বন্যা বিপদসীমার উপর দিয়ে কিংবা কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হওয়া শুরু করেছে। গতকাল ১৫ ই আগষ্ট বাংলাদেশের ৫ টি জেলা বন্যা কবলিত হওয়া (নওগা, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, ভোলা) এবং ১৩ জেলার নদীর পানি বন্যা বিপদসীমার কাছা-কাছি উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র গতকাল ১৫ ই আগষ্ট নিম্নোক্ত বন্যা সতর্কবার্তা জারি করেছে পরবর্তী ৭২ ঘন্টার জন্য (মঙ্গলবার পর্যন্ত)। "তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল আগামী ৪৮ঘণ্টা হ্রাস পেতে পারে; তবে ৩য় দিন পানি সমতল বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় ( Warning Level) প্রবাহিত হতে পারে । এই সময়ে লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে। -----> পদ্মা নদীর পানি সমতল আগামী ০২ দিন বৃদ্ধি পেতে পারে এবং সতর্কসীমায় ( Warning level ) প্রবাহিত হতে পারে। এই সময়ে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরিয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ ও ঢাকা জেলার উক্ত নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ সাময়িকভাবে প্লাবিত হতে পারে। ------> ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানি সমতল আগামী ০৩ দিন বৃদ্ধি পেতে পারে ও সতর্কসীমায় (Warning level) প্রবাহিত হতে পারে

------> আগামী ২৪ ঘণ্টায় আত্রাই নদী নওগাঁয় বিপদসীমা ( Danger level) অতিক্রম করতে পারে; এবং নদীসংলগ্ন নিম্নাঞ্চলসমূহ প্লাবিত হতে পারে।"

Related Post