আজ বৃহস্পতিবার সকাল ৮ টার সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে মেঘের উপস্থিতি রয়েছে। আজ থেকে আবারও বৃষ্টিপাত বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। অর্থাৎ, খুলনা, বরিশাল, ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার রাজ্যের উপরেও বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বন্যা পরিস্হিতর চরম অবনতির আশংকা করা যাচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।
আজ বৃহস্পতিবার সকাল ৮ পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে খুলনা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, ঝিনাইদহ জেলার উপরে।
বরিশাল বিভাগ: দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপরে সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে বরিশাল, বরগুনা, পিরোজপুর জেলার উপরে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলাগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসার সম্ভাবনা রয়েছে আজ থেকে। সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে।
এছাড়া দুপুর ১২ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলোর উপরে।
সিলেট বিভাগ: আজ দিনের বিভিন্ন সময়ে সিলেট বিভাগের সকল জেলার উপরে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা দক্ষিণ, চাঁদপুর, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, উত্তর চট্রগ্রাম জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের অন্যান্য জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ময়মনিসংহ বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: আজ পুরো দেশের মধ্যে অপেক্ষাকৃত কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে। তবে দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের (মুন্সিগন্জ, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ) জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আজ বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগের বেশিভাগ নদ-নদীর পানি বন্যা বিপদসীমার উপর কিংবা কাছা-কাছি উচ্চতায় প্রবাহিত হওয়ার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা, আত্রাই নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। একই সময়ে ব্রহ্মপুত্র ও যমুনা নদীর বেশিভাগ চর অঞ্চল বন্যার পানিতে তলিয়ে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগের বেশিভাগ জেলার উপরে বন্যা পরিস্হিতর চরম অবনতির আশংকা করা যাচ্ছে আজ বৃহস্পতিবার থেকে।