আজ মঙ্গলবার সকাল ৬ টার বেজে ৫০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের উত্তর-পূর্ব দিকের বেশিভাগ জেলার উপরে ঘন মেঘের উপস্থিত রয়েছে। পক্ষান্তরে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকের বেশিভাগ জেলার উপরে খুবই কম মেঘের উপস্থিত রয়েছে। আজ মঙ্গলবার আবারও দেশের মধ্য ও দক্ষিণ দিকের বিভাগগুলোর (খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা) উপরে অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে আজ উত্তর দিকের ৩ টি বিভাগের (সিলেট, ময়মনসিংহ ও রংপুর) জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে। আজ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর-পূর্ব দিকের সকল জেলা এবং আসাম ও সিকিম রাজ্যের উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
আজ মঙ্গলবার সকাল ৭ পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। এছাড়া দুপুর ১২ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। বজ্রপাতের সময় খোলা মাঠে কৃষিকাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: ময়মনিসংহ বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শেরপুর ও নেত্রকোনা জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে। দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সুনামগঞ্জ, হবিগঞ্জ ও সিলেট জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: বেশিভাগ জেলা উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ৭ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে কক্সবাজার, বান্দরবন, ও দক্ষিণ চট্রগ্রামের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল ১০ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, উত্তর চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: সকাল ৯ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে রাজশাহী বিভাগের বগুড়া, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা বিভাগ: দুপুর ১২ টার খুলনা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: দুপুর ১২ টার বরিশাল বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় বিভিন্ন জেলা বিশেষ করে পটুয়াখালী, ভোলা জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার ঢাকা বিভাগের কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে গাজীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা পরিমাণে বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে।