একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবারের (১১ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য

Blog Image
Email : 742k 12k
সোমবারের (১১ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য
আজ সোমবার সকাল ১০ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে বাংলাদেশের বেশিভাগ জেলার উপরে খুবই হালকা পরিমাণে মেঘের উপস্থিত রয়েছে। আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশের মধ্য ও দক্ষিণ দিকের বিভাগগুলোর (খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা) উপরে অপেক্ষাকৃত কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পক্ষান্তরে আজ ও আগামীকাল দেশের উত্তর দিকের ৩ টি বিভাগের (সিলেট, ময়মনসিংহ ও রংপুর) জেলাগুলোর উপরে অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে আগামী ২ দিন।


আজ সোমবার সকাল ১১ পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের সকল জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৫ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সুনামগঞ্জ, সিলেট জেলায় দিনের বিভিন্ন সময়ে একাধিকবার হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: দুপুর ২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বরিশাল বিভাগ: দুপুর ২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে বরিশাল বিভাগের উপকূলীয় বিভিন্ন জেলা বিশেষ করে পটুয়াখালী, ভোলা জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: বেশিভাগ জেলা উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ। তবে বিশ্চিন্ন ভাবে দুই একটি স্থানে খুব হালকা পরিমাণে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম বিভাগ: বেশিভাগ জেলা উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ। তবে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লা জেলার কোন-কোন উপজেলায় উপরে খুব অল্প পরিমাণের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: দুপুর ৩ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। দুপুর ৩ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, বগুড়া জেলায় বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগে বন্যা পূর্বাভাস
=======================
আগস্ট মাসের ১১ তারিখ থেকে ২০ তারিখের মধ্যে রংপুর বিভাগের তিস্তা, দুধকুমার, ধরলা নদীর উপকূলবর্তী জেলাগুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে। একই সাথে বক্ষপুত্র ও যমুনা নদীর চর অঞ্চল গুলো বন্যার পানিতে প্লাবিত হওয়ার আশংকা করা যাচ্ছে।

Related Post