রবিবারের (১০ ই আগস্ট, ২০২৫) আবহাওয়া পূর্বাভাস: বিকেল ৬ টা পর্যন্ত প্রযোজ্য
রংপুর বিভাগ: রংপুর বিভাগের জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, ও কুড়িগ্রাম জেলায় সকাল ৭ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনিসংহ জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট জেলায় দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।
চট্রগ্রাম বিভাগ: নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর [সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে]
রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া জেলায়। [সম্ভব্য সময় সকাল ১১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে]
বরিশাল বিভাগ: পটুয়াখালী, ভোলা জেলায় বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে [সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে]
খুলনা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা জেলায় বৃষ্টিপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময় দুপুর ১ টার পর থেকে বিকেল ৫ টার মধ্যে]