শনিবারের (আগস্ট ৯, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
আজ শনিবার (আগস্ট ৯, ২০২৫) দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আজ শনিবারের দেশের মধ্যঅন্বচলের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ শনিবার (আগস্ট ৯, ২০২৫) দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা, যশোর, মাগুরা জেলাগুলোর কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাত চলছিল যা সন্ধ্যা ৭ টা পর্যন্ত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী বিভাগের পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রাজশাহী, নাটোর জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের পঞ্চগড় ও ঠাকুরগাও জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
বরিশাল বিভাগ: আজ বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্রগ্রাম বিভাগ: চট্রগ্রাম বিভাগের কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ময়মনসিংহ বিভাগ: ময়মনিসংহ ও নেত্রকোনা জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের সকল জেলার উপরে বিচ্ছিন্ন ভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
==========================================
বিশেষ দ্রষ্টব্য:
==========================================
আজ ৯ ই আগস্ট থেকে ১১ ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে। আগামী ১২ ই আগস্টের পর দেশে সিলেট, চট্রগ্রাম ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের পরিমাণে বৃদ্ধি পওয়ার সম্ভাবনা রয়েছে।