শুক্রবারের (আগস্ট ৮, ২০২৫) বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস
বরিশাল বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় বরিশাল সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছিল। আজ সকাল ৭ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে দুপুর ২ টার পর্যন্ত চলমান বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলার উপরে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের উপকূলীয় সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছিল। আজ প্রায় সারাদিন খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে করে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াইল, মাগুরা জেলার উপরে।
রাজশাহী বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রাজশাহী বিভাগের একাধিক জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছিল। আজ প্রায় সারাদিন রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে থেমে-থেমে একাধিকার বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী বিভাগের পাবনা, বগুড়া, চাপাইনবাগন্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর জেলার বিভিন্ন উপজেলার উপরে সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় রংপুর বিভাগের পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী জেলার বিভিন্ন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছিল। আজ প্রায় সারাদিন দুপুর ১২ টার পূর্বে রংপুর বিভাগের জেলাগুলোতে থেমে-থেমে একাধিকবার বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে করে পঞ্চগড়, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও জেলার উপরে। রংপুর বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের একাধিক জেলার (ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর) উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলছিল। আজ প্রায় সারাদিন চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। অপেক্ষাকৃত ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে করে কুমিল্লা দক্ষিণ, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্রগ্রাম উত্তর জেলার উপরে।
ঢাকা বিভাগ: আজ ঢাকা বিভাগের সকল জেলার উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে দিনের বিভিন্ন সময়ে। বিশেষ করে ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ৮ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। ঢাকা বিভাগের উত্তর ও পূর্ব দিকের জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে সকাল ১১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে করে শরিয়তপুর, গোপলাগন্জ, মাদারীপুর, ফরিদপুর, মুন্সিগন্জ জেলার উপরে।
ঢাকা শহরের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে সকাল ৯ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে। পর থেকে
ময়মনসিংহ বিভাগ: জামালপুর ছারা ময়মনসিংহ বিভাগের অন্য কোন জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা কুবই কম দুপুর ১২ টার পূর্বে। দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে শেরপুর ও ময়মনসিংহ জেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: দুপুর ১২ টার পূর্বে সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম শুধুমাত্র হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ভারতীয় সীমান্ত এলাকার উপজেলাগুলো ছাড়া। সুনামগঞ্জ জেলার দক্ষিণ দিকের এবং হবিগঞ্জ জেলার পশ্চিম দিকের কোন-কোন উপজেলার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে।
=================================
যে সকল জেলার অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ সকাল ৮ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে :
বরিশালে বিভাগের সকল জেলা; খুলনা বিভাগের সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, নড়াই জেলা; রাজশাহী বিভাগের চাপাই নবাগন্জ, বগুড়া, রাজশাহী, নাটোর, নওগাঁ জেলা; ঢাকা বিভাগের শরিয়তপুর, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর জেলা; চট্রগ্রাম বিভাগের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা।
==========================================
বিশেষ দ্রষ্টব্য:
দেশব্যাপী চলমান বৃষ্টি ১২ ই আগস্ট পর্যন্ত অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ১৩ ই আগস্টের পর দেশে বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসার সম্ভাবনা রয়েছে।