রবিবার দিবাগত রাতের বৃষ্টিপাত পূর্বাভাস: সন্ধ্যা ৬ টা থেকে সোমবার সকাল ৮ টা পর্যন্ত প্রযোজ্য।
আজ বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সোমবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে:
রংপুর বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সরারাত। তবে নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জ ও সিলেট জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সুনামগঞ্জ জেলার উপরে ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা অপেক্ষাকৃত বেশি।
ময়মনসিংহ বিভাগ: সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। তবে শেরপুর ও নেত্রকোনা জেলায় ভারি থেকে খুবই ভারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: সকল জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বগুড়া, জয়পুরহাট, নওগাঁ, চাপাই নবাবগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা অপেক্ষাকৃত বেশি।
খুলনা বিভাগ: উত্তর দিকের সকল জেলার (কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা) উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: মুন্সিগন্জ, নরায়নগন্জ, ঢাকা, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাতে চট্রগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নোয়াখালী, ফেনী, কুমিল্লা, ব্রাক্ষমবাড়িয়া জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।