একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

দেশের মধ্যাঞ্চলে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা

Blog Image
Email : 154k 12k

দেশের মধ্যাঞ্চলের বেশিভাগ জেলার উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। বিশেষ করে ময়মনিসংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে। সেই সাথে রাজশাহী বিভাগের দক্ষিণ ও পূর্বদিকের জেলাগুলোর উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post