ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলান ও বরিশাল বিভাগের উপরে আজ আবারও একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সাম্ভব্য এই লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিন,উত্তর ও মধ্যাঞ্চলের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে আজ মঙ্গলবার থেকে আগামী বৃঃস্পতিবার পর্যন্ত। সাম্ভব্য এই লঘুচাপের প্রভাবে আজ মঙ্গলবার প্রায় সরাদিন থেমে-থেমে খুলনা, বরিশাল, ঢাকা, রাজশাহী, ময়মনিসংহ ও চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকল জেলা
ঢাকা বিভাগ: দক্ষিন দিকের সকল জেলা। উত্তর দিকের জেলাগুলোর উপরে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: সকল জেলা
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম বিভাগ: প্রায় সকল জেলা
বরিশাল বিভাগ: সকল জেলা
রংপুর বিভাগ: উত্তর ও পশ্চিম দিকের সকল জেলা। কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার উপরে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সিলেট বিভাগের জেলাগুলোর উপরে কিছুটা কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্রগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, ভোলা, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার উপকূলবর্তী সমুদ্রে প্রচণ্ড রকমের উত্তাল অবস্থা বিরাজ করতেছে। এই জেলাগুলোর উপকূলে মাছ ধরার ছোট ট্রলার কিংবা বাণিজ্যিক ছোট জাহাজ চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ রাখার পরামর্শ দেওয়া যাচ্ছে।