একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

২২ ও ২৩ শে মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশংকা।

Blog Image
Email : 293k 12k

২২ ও ২৩ শে মার্চ পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

আগামী শনি ও রবিবার (২২ ও ২৩ শে মার্চ, ২০২৫) পুরো দেশের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ২৩ শে মার্চ কালবৈশাখী ঝড় প্রায় তেতুলিয়া দিয়ে বাংলাদেশের প্রবেশ করে টেকনাফ দিয়ে বাংলাদেশ ত্যাগ করার প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহরের উপর দিয়েও ২৩ শে মার্চ শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। সেই সাথে বজ্রপাতের কারণে অনেক মানুষ মারা যাওয়ার আশংকা করা যাচ্ছে।


সংবাদে দেখা যাচ্ছে যে উত্তর বঙ্গের বিভিন্ন জেলায় আলু চাষিরা হিমাগারে আলু প্রবেশ করা নিয়ে ব্যাপক সমস্যার মধ্যে রয়েছেন। আলু ভর্তি যে ট্রাকগুলো বিভিন্ন কোল্ড স্টোরেজের সামনে অপেক্ষারত সেই আলুগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে যদি কালবৈশাখী ঝড়ের কারণে ভিজে যায়। এই আলুগুলো পুরোপুরি পচে যাবে। এমনকি কোল্ড স্টোরেজের মালিকরা এই সকল ট্রাকের আলু হিমাগারে ঢুকাতে রাজি নাও হতে পারে। 

অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি উপদেষ্টার প্রতি অনুরোধ হিমাগারের সামনে অপেক্ষারত আলু চাষিদের আলু হিমাগারে প্রবেশের ব্যবস্হা করার জন্য। ভাতের পরে আলু যেহেতু বাংলাদেশের মানুষের শর্করার চাহিদা পূরণে সবচেয়ে বড় ভূমিকা রাখা তাই উৎপাদিত আলু সঠিক সময়ে সংরক্ষণের ব্যবস্হা গ্রহণ করা। 



 


Related Post